ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘ইরখুটস্ক’ প্রদেশের মুফতি ও মুসলিম ধর্মীয় প্রশাসনের প্রধান ‘ফেরোয়িড মাঙ্গালী অফ’ ধর্মীয় কেন্দ্রের ব্যাপারে জানান, বর্তমানে মসজিদ ও ইসলামী কেন্দ্রের নির্মাণের জন্য ভূমি বরাদ্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ‘ইরখুটস্ক প্রদেশের ইসলামী সংস্থার সভাপতি হিসেবে ‘রানাস ইয়াকুদিন’কে নিযুক্ত করা হয়েছে।
1023881#