আমেরিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘মিনেসোটা’ প্রদেশ ব্যাবসায়িক কেন্দ্র স্থান হওয়ার দরুন এই শহরের আদালত মসজিদ নির্মাণের নিষেধাজ্ঞা জারি করেছে! এই রায়ের প্রতিবাদে এই শহরের মুসলিম অধিবাসীরা এই অদালতকে নিন্দা প্রকাশ করেছে।
এছাড়াও এই শহরের কিছু সংখ্যক মুসলমানেরা এব্যাপারে জানিয়েছেন, আদালতের এই রায়ের কারণে আমরা অনেক বেশী স্থৈর্যচ্যুতি হয়েছি। যতক্ষণ পর্যন্ত এই রায় পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।
1035838#