কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : রাশিয়ার ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ১৪ই অক্টোবর হতে এদেশের রাজধানী মস্কোয় শুরু হতে যাচ্ছে।
Arabic.ruvr.ru ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা এ বছর হেফজ বিভাগে, রাশিয়ার মুফতি পরিষদের প্রধান শেইখ রাভি আইনুদ্দীনে’র তত্ত্বাবধানে এবং এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মস্কোর কসমস হোটেলে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা মোট দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্ব হতে মাত্র ৭ জন প্রতিদ্বন্দী চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হবেন।
তুরস্ক, ফ্রান্স, কাযাকিস্তান, ইসলামি প্রজাতন্ত্র ইরান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, দক্ষিন আফ্রিকা, চীন ও মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে ৩০ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এ বছরের প্রতিযোগিতায় প্রথমবারের মত বার্বাডোস, উগান্ডা, সেনেগাল ও তানজানিয়ার প্রতিদ্বন্দীগণ অংশগ্রহণ করবেন।
১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচীও হাতে নিয়েছেন।# 1093478