ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানি মুসলিম কাউন্সিলারের প্রধান ‘KRM’ ‘ভূগর্ভস্থ জাতীয় সমাজতান্ত্রিক’ (NSU) নামক ইসলাম বিদ্বেষ দলের ব্যাপারে এদেশের রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের সতর্ক বানী পাঠিয়েছে।
এছাড়া জার্মানি মুসলিম কাউন্সিলারের মুখপাত্র ‘Pvrlv Orwell’ ১৬ই ডিসেম্বরে এক বিবৃতিতে জানিয়েছে, এদেশের বিভিন্ন প্রান্তে ‘ভূগর্ভস্থ জাতীয় সমাজতান্ত্রিক’ (NSU) নামক ইসলাম বিদ্বেষ দল মুসলমানদের নির্মম ভাবে হত্যা করছে এবং পরবর্তীতে ইসলাম বিদ্বেষ এই দলের কোন সদস্যের সাথে অমুসলিমদের সংঘাত হয় তাহলে তারা অমুসলিমদেরও হত্যা করবে। এজন্য এখন থেকে এ সমস্যার সুষ্ঠু সমাধান খুঁজে বের করতে হবে।
তিনি আরও জানান, ইসলাম বিদ্বেষ এই দলটি জার্মানের সকল প্রান্তের মুসলমানদের হত্যা করছে এবং মুসলমানদের জান মারাত্মকভাবে নিরাপত্তা হীন হয়ে গিয়েছে।
উল্লেখ্য যে, জার্মানে ৮ কোটি ২০ লাখ জনগণের মধ্যে ৪০ লাখ মুসলমান। এদেশে মুসলমানদের সংখ্যা দিনেদিনে বৃদ্ধি পাচ্ছে। আর একারণে এদেশের কিছু মানুষ অসন্তুষ্ট। একারণে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে খারাপ আচরণ করে। এমতাবস্থায় এদেশের মুসলমানেরা এদেশ ছেড়ে চলে যেতে বাধ্য অথবা তাদের সম্প্রদায়ের মধ্যে নিরিবিলি জীবনযাপন করছে।
1155031