IQNA

19:08 - June 20, 2013
সংবাদ: 2549918
আন্তর্জাতিক বিভাগ : হযরত ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল আগামী রোববার ২৩শে জুন ভিয়েনা’র ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (ইউরোপ শাখা) : ভিয়েনা ইসলামি কেন্দ্রের বিজ্ঞপ্তির ভিত্তিতে বৃহত এ আনন্দ মাহফিল আহলে বাইত (আ.) এর বিশিষ্ট কবি জনাব জাফার জাফারী কর্তৃক আহলে বাইত (আ.) এর শানে ইসলামি সঙ্গিত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এ দিবসের বিভিন্ন কর্মসূচী স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে রাত ১০টা নাগাদ অব্যাহত থাকবে। এতে অংশগ্রহণের জন্য আহলে বাইত (আ.) এর ভক্তগণের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।#1244834
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: