IQNA

মসজিদে বোমা হামলার নিন্দায় পাকিস্তানে বিক্ষোভ

21:28 - June 23, 2013
সংবাদ: 2551389
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের শিয়া ওলামা পরিষদ এবং ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের সদস্যবৃন্দসহ হাজার হাজার পাকিস্তানি শিয়া পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলার নিন্দায় গতকাল ২২শে জুন বিক্ষোভ প্রদর্শন করেছে।
Pakistan Today ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিক্ষোভকারীরা এ সময় গত শুক্রবার পেশোয়ারের আল-হুসাইনি মসজিদে আত্মঘাতী হামলার নিন্দায় বিভিন্ন শ্লোগান দেয়।
এ বিক্ষোভে ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনসহ অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা হাতে নিরাপরাধ জনগণ হত্যার নিন্দায় বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও প্লেকার্ড বহন করছিল।
পাকিস্তানের শিয়া ওলামা পরিষদ এদেশে পরিকল্পিতভাবে শিয়া হত্যার নিন্দা জানিয়ে এ দেশের শিয়াদের নিরাপত্তা প্রদান এবং এ অপরাধকর্মের সাথে জড়িতদের অনতি বিলম্বে গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দাবী জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার আত্মঘাতী এক ব্যক্তি পেশোয়ার শহরের উপকণ্ঠে অবস্থিত শিয়া মসজিদে জুমআর নামাযের জন্য সমবেত মুসুল্লিদের মাঝে তার সাথে থাকা বোমা বিস্ফোরিত করলে প্রায় ২০ জন শিয়া মুসলিম নিহত এবং অপর ৩১ জন আহত হয়।#1247276
captcha