IQNA

বসনিয়ায় হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ

23:43 - February 08, 2016
সংবাদ: 2600252
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার বিচারক প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
বসনিয়ায় হিজাবের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদবার্তা সংস্থা ইকনা: বসনিয়ার রাজধানী "সারায়েভোতে" গতকাল (৭ম জানুয়ারি) প্রায় দুই হাজার নারী ও পুরুষ (অধিকাংশই নারী) একত্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বিক্ষোভকারীরা দৈনন্দিন জীবনে আমাদের হিজাবএবং হিজাব আমাদের অধিকার এবং জীবনলিখিত পোষ্টার নিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে সামিরা যুনিচ ভিলাচিচ বলেন: কুসংস্কার, বৈষম্য ও প্রান্তিকীকরণের প্রতিবাদ করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি।

তিনি বলেন: বিচারক প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা মুসলমানদের ইজ্জত, সম্মান ও ব্যক্তিত্বের উপর একটি বড় হামলা এবং এধরণের কাজের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা।

সম্প্রতি বসনিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ঘোষণা করেছে: বিচারক প্রতিষ্ঠানের কর্মীগণ উক্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরে তাদের ধর্মীয় প্রতীক সমূহ ব্যবহার করতে পারবে না!

জুডিশিয়াল কাউন্সিলের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুসলিম নেতা ও বিভিন্ন আঞ্জুমান।

বসনিয়ায় মোট ৩৮ লাখ জনগণের মধ্যে ৪০ শতাংশ জনগণ মুসলমান এবং বাকীরা অর্থোডক্স খ্রিস্টান ও ক্যাথলিক।

১৯৯২ সালে বলকান বিশ্লেষণ যুদ্ধের পূর্বে বসনিয়া যখন যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত ছিল, তখন বসনিয়ায় হিজাব ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।


iqna




captcha