IQNA

জাকার্তার ১৫তম ইসলামি গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে ইরান

16:42 - March 02, 2016
সংবাদ: 2600378
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয় ভাষায় অনূদিত ১ শতাধিক গ্রন্থ নিয়ে জাকার্তার ১৫তম ইসলামি গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টার।

বার্তা সংস্থা ইকনা: জাকার্তার ১৫তম ইসলামি গ্রন্থমেলা গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাকার্তার ইস্তোরা সানায়ান স্টেডিয়ামে শুরু হয়েছে। এ মেলা আগামী রোববার (৬ মার্চ) নাগাদ অব্যাহত থাকবে।

ইন্দোনেশিয়ার সংস্কৃতি এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী আনিস বুসওয়াদান এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আনিস বুসওয়াদান মেলা আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন: জাকার্তায় ইসলামি গ্রন্থমেলার আয়োজন ইন্দোনেশিয়া সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী।

তিনি বলেন: অত্যন্ত গর্বের বিষয় যে, ইসলামি চিন্তাধারা প্রসার ও জনগণের ধর্ম বিষয়ক তথ্যের উন্নয়ন সাধনের উদ্দেশ্যে এ মেলা আয়োজিত হয়।

আনিস বুসওয়াদান বলেন: এ বিষয়টি সকলের জানা যে, বই মানুষের জ্ঞান ও শক্তির উৎস। (হযরত) আলী ইবনে আবি তালিব (আ.) এ সম্পর্কে বলেছেন: ‘জ্ঞান হচ্ছে শক্তি’।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ৭০০ প্রকাশনী, ফ্রাঙ্কফোর্টের কয়েকটি প্রকাশনী ও ইরান কালচারাল সেন্টার (ইন্দোনেশিয় ভাষায় অনূদিত ১ শতাধিক গ্রন্থ নিয়ে) এ মেলায় অংশগ্রহণ করছে।#3479943

captcha