IQNA

দায়েশের বিরুদ্ধে জিহাদ করা সব মুসলমানের জন্য অপরিহার্য

22:46 - June 11, 2016
সংবাদ: 2600974
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সুন্নি আলেম "আহমেদ আল কুবাইসি", দায়েশের বিরুদ্ধে জিহাদ করা সব মুসলমানের জন্য অপরিহার্য ঘোষণা করেছেন এবং এই যুদ্ধে যারা নিহত হবেন তাদের শহীদ বলে অবিহিত করেছেন।
দায়েশের বিরুদ্ধে জিহাদ করা সব মুসলমানের জন্য অপরিহার্য
বার্তা সংস্থা ইকনা: ইরাকের সুন্নি আলেম আহমেদ আল কুবাইসি বলেন: দায়েশ ইহুদিবাদি ইসরাইলের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তারা আল্লাহ রাসূল এবং ইসলাম কিছুই মানে না।

তিনি সুমারিয়া নিউজে এক সাক্ষাতকারে বলেন: আমি আশ্চর্যবোধ করছি যে, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে অথচ তারা এই পর্যন্ত একজন দায়েশকে ধরে সরাসরি কোন সাক্ষাতকার নিতে পারে নি। বা তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারে নি।

এই সুন্নি আলেম বলেন: যাদের শারীরিক ক্ষমতা আছে তাদের জন্য দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব এবং যারা এই যুদ্ধে নিহত হবে তারা শহীদ। আর যারা শারীরিক সক্ষমতা থাকতেও দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করবে না তারা গোনাহ করল।

আল কুবাসি বলেন: আমি যখন অন্যান্য সুন্নি আলেমদেরকে বলতাম যে দায়েশ হচ্ছে ইহুদিদের চর তখন তারা আমাদের মুরতাদ বলত এবং বলত আপনি কিভাবে এই মুজাহিদদেরকে ইসলামের দুশমন বলছেন। তারা পরবর্তীতে যখন দায়েশের আসল চেহারাকে চিনতে পারল তখন তারা আমার কাছে ক্ষমা চেয়ে বলেন, আপনি ঠিকই বলেছিলেন আপনি আমাদেরকে মাফ করে দিয়েন।

উল্লেখ্য, শিয়া বিশ্বের অন্যতম প্রখ্যাত মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সিসতানি দুই বছর পূর্বে দায়েশের বিরুদ্ধে জিহাদ করাকে ওয়াজিবে কেফায়ী ঘোষণা করেন। এবং তারপর থেকে ইরাকের জনগণ দায়েশের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে।

Iqna


captcha