IQNA

ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযারের নিকটে গ্রেফতার করা হল সন্ত্রাসীদের

17:12 - July 15, 2016
সংবাদ: 2601201
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী সামার্রায় অবস্থিত ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযারের নিকটে তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সামার্রার অপারেশনস কমান্ড।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের যুদ্ধ বিষয়ক মিডিয়া সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে: সামার্রার অপারেশনস কমান্ড এবং এর অন্তর্ভুক্ত বিভাগ, সন্ত্রাসীদের ক্যাডার বাহিনী সন্ধানের জন্য সামার্রার প্রাচীন এলাকাসমূহে তল্লাশি চালিয়েছে।
তল্লাশির সময় সামরিক বাহিনীর সদস্যরা তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসকল সন্ত্রাসী পূর্বে ইরাকের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল।
iqna


captcha