
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, বার্লিন পুলিশ জানায়— ছয়জন কর্মী একটি ক্রেনযুক্ত ট্রাক ব্যবহার করে পারিজার প্লাত্স স্কয়ারের ব্রানডেনবার্গ গেটের কাছে পৌঁছান। তাদের মধ্যে তিনজন প্রায় ২৬ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যান। বাকিরা ট্রাকের ভেতরে থেকে তা ভিতর থেকে লক করে রাখেন।
গেটের শীর্ষে পৌঁছে কর্মীরা ব্যানার টানান, লাল রঙের মশাল জ্বালান এবং ফিলিস্তিনসমর্থক ও যুদ্ধবিরোধী স্লোগান দেন।
পরে পুলিশ জানায়, এই প্রতিবাদে অংশ নেওয়া ছয়জনকেই আটক করা হয়েছে।
জার্মানিতে বিভিন্ন উপায়ে ফিলিস্তিন সমর্থন অব্যাহত রয়েছে। এর আগে হামবুর্গে প্রায় ৪০ জন ফিলিস্তিনপন্থি কর্মী জার্মানির অস্ত্র রপ্তানি ও ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতিবাদে নিজেদের রেললাইনে শৃঙ্খলবদ্ধ করেন। এই পদক্ষেপের ফলে ইউরোগেট ও বুরচার্ডকাই টার্মিনালের মধ্যকার রেললাইন ঘন্টাব্যাপী বন্ধ থাকে।
এই প্রতিবাদকারীদের মুখপাত্র জোল ফিঙ্ক বলেন, তাদের এই কর্মসূচির লক্ষ্য ছিল নাগরিক অবাধ্যতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন। তিনি জার্মান সরকারকে ইসরায়েলের অপরাধে সহযোগিতার অভিযোগও করেন। এমনকি কিছু বন্দরকর্মীও এই আন্দোলনের প্রতি সমর্থন জানান। 4316770#