অধ্যাপক আহমেদ নায়িনায়ার যুবক বয়সের শ্রেষ্ঠ তিলাওয়াত যা তিনি ১৯৭৯ সালে তিলাওয়াত করেছেন। তার এই তিলাওয়াতের ফাইলটি ইকনার হাতে হস্তান্তর করা হয়েছে।
অধ্যাপক আহমেদ নায়িনায়ার কামার সূরার শেষের আয়াত এবং রহমান সুরার প্রথম ১৩ আয়াতের কুরআন তিলাওয়াতের এই ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।
«فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ»
﴿কামার সুরার ৫৫ নম্বর আয়াত﴾
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الرَّحْمَنُ ﴿۱﴾
عَلَّمَ الْقُرْآنَ ﴿۲﴾
خَلَقَ الْإِنْسَانَ ﴿۳﴾
عَلَّمَهُ الْبَيَانَ ﴿۴﴾
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ﴿۵﴾
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ﴿۶﴾
وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ ﴿۷﴾
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ ﴿۸﴾
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ ﴿۹﴾
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ ﴿۱۰﴾
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ﴿۱۱﴾
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ ﴿۱۲﴾
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿۱۳﴾
( রহমান সুরার ১ থেকে ১৩ আয়াত)