IQNA

পবিত্র কুরআনের অধ্যাপক নায়িনায়া'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

1:45 - July 24, 2016
সংবাদ: 2601252
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিখ্যাত কারি আহমেদ নায়ানিয়া'র ৩৭ বছরের পূর্বে কুরআন তিলাওয়াত নতুন ভাবে আবারও প্রকাশ করা হয়েছে।
পবিত্র কুরআনের অধ্যাপক নায়িনায়া'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: বিশ্বের বিখ্যাত কারিদের মধ্যে অধ্যাপক আহমেদ নায়িনায় স্থান শীর্ষে রয়েছে। তিনি কুরআন তিলাওয়াত ছাড়াও বিভিন্ন কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে সক্রিয় রয়েছেন।

অধ্যাপক আহমেদ নায়িনায়ার যুবক বয়সের শ্রেষ্ঠ তিলাওয়াত যা তিনি ১৯৭৯ সালে তিলাওয়াত করেছেন। তার এই তিলাওয়াতের ফাইলটি ইকনার হাতে হস্তান্তর করা হয়েছে।

অধ্যাপক আহমেদ নায়িনায়ার কামার সূরার শেষের আয়াত এবং রহমান সুরার প্রথম ১৩ আয়াতের কুরআন তিলাওয়াতের এই ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।

iqna

«فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ»


﴿কামার সুরার ৫৫ নম্বর আয়াত

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الرَّحْمَنُ ﴿۱﴾

عَلَّمَ الْقُرْآنَ ﴿۲﴾

خَلَقَ الْإِنْسَانَ ﴿۳﴾

عَلَّمَهُ الْبَيَانَ ﴿۴﴾

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ﴿۵﴾

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ﴿۶﴾

وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ ﴿۷﴾

أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ ﴿۸﴾

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ ﴿۹﴾

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ ﴿۱۰﴾

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ﴿۱۱﴾

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ ﴿۱۲﴾


فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿۱۳﴾

( রহমান সুরার ১ থেকে ১৩ আয়াত)


পবিত্র কুরআনের অধ্যাপক নায়িনায়া'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত 


ট্যাগ্সসমূহ: কুরআন ، মিশর ، নায়িনায়
captcha