বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের এ সকল জাল কপি একটি আরব দেশ থেকে সুদানে প্রবেশ করেছে। এসকল কুরআন শরিফে আল-আজহার ইসলামিক সেন্টারের জাল সিল ছিল। এছাড়াও এসকল কুরআন শরিফের সাথে হেফজে কুরআন বিশ্ব সংস্থা এবং ইসলামী বিশ্ব সংস্থার ভুয়া সার্টিফিকেট ছিল।
প্রতিবেদন অনুযায়ী, খার্তুম বিমানবন্দর থেকে জব্দকৃত এসকল কুরআন শরিফে অনেক অজানা প্রতীক রয়েছে। পবিত্র কুরআনের জাল কপি জব্দ করার পর সুদানের সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত কুরআন শরিফের ব্যাপারে সুদানের সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় গবেষণা করার পর সেগুলো বিলুপ্ত এবং দেশ যাতে আমদানি না হয় সে ব্যাপারে গুরুত্বরোপ করেছে।
iqna