IQNA

আইএসআইএল'র টার্গেটে সিঙ্গাপুর!

20:37 - August 07, 2016
সংবাদ: 2601340
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের জাতীয় দিবস ৯ আগস্ট। ১৯৬৫ সালের এ দিনে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীন হয় দেশটি।
বার্তা সংস্থা ইকনা: সিঙ্গাপুরে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকারও এ নিয়ে উদ্বেগে আছে। সিঙ্গাপুরে হামলার পরিকল্পনাকারী সন্দেহে ইন্দোনেশিয়ায় ছয়জন গ্রেপ্তার হয় শুক্রবার। এরপর নিরাপত্তা ইস্যুতে চরম উৎকণ্ঠা বিরাজ করছে দেশটিতে।
সিঙ্গাপুরের জাতীয় দিবস ৯ আগস্ট। ১৯৬৫ সালের এ দিনে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীন হয় দেশটি। হামলাকারীরা এ দিনটিকে বেছে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পুরোপুরি সতর্ক রয়েছে সরকার।
ইন্দোনেশিয়া পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স অনলাইনের এক খবরে বল হয়েছে, পাশ্ববর্তী কোনো দ্বীপ থেকে সিঙ্গাপুরে রকেট হামলার পরিকল্পনা করছিল গ্রেপ্তার হওয়া ওই ছয় ব্যক্তি। বোমা তৈরির একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র বয় রাফলি আমার জানিয়েছেন, আইএসআইএল'র নির্দেশনা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হামলার পরিকল্পনাকারী একটি নেটওয়ার্কের আরো সদস্যদের তল্লাশি করছেন তারা। ধারণা করা হচ্ছে, তারা সংগঠিত হয়ে এসব হামলার পরিকল্পনা করছে।
সিঙ্গাপুর থেকে ১৬ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে শুক্রবার অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ইন্দোনেশীয় পুলিশের ধারণা, তারা সেখান থেকে সিঙ্গাপুরে রকেট হামলার পরিকল্পনা করছিল।
বাতাম দ্বীপের গোপন আস্তানা থেকে উন্নতমানের কোনো অস্ত্র পাওয়া যায়নি, শুধু বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে ইন্দোনেশীয় পুলিশ। বয় রাফলি আমারা জানিয়েছেন, তাদের ধারণা, এ রকম আরো গ্রুপ আছে, যারা হামলার পরিকল্পনা করছে।
সন্দেহভাজন ছয় জঙ্গি গ্রেপ্তার হওয়ার সিঙ্গাপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সিঙ্গাপুর জানিয়েছে, জঙ্গিদের হামলার লক্ষ্যে আছে মারিয়ানা বে। মারিয়ানা বে-এর প্রবেশমুখগুলোতে নিরাপত্তাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
মারিয়ানা বে সিঙ্গাপুরের দৃষ্টিনন্দন বন্দর-শহর। চারদিকে জলবেষ্টিত এ শহরে রয়েছে এতিহ্যবাহী বহু স্থাপনা এবং ব্যবসাপ্রতিষ্ঠান। দৃষ্টিনন্দন ফেরির চাকা এবং ক্যাসিনো রিসোর্টগুলো সবার নজর কাড়ে। প্রতি বছর ৯ আগস্ট জাতীয় দিবসের উৎসবে মাতে শহরটি।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে. শানমুগামও জানিয়েছেন, হামলাকারীদের টার্গেট ছিল মারিয়ানা বে-তে হামলা চালানো। সিঙ্গাপুরের অন্যতম বিনোদন ও অবকাশকেন্দ্র এটি।
ফেসবুকে এ পোস্টে শানমুগাম বলেছেন, ‘এর নামে দাঁড়ায়, আমাদের শত্রুরা বিভিন্ন কৌশলে আমাদের ওপর হামলার চিন্তা করছে। সন্ত্রাসীরা… চেকপয়েন্টগুলো দিয়ে আমাদের এখানে ঢুকতে চাইছে। আমাদের সীমানার ঠিক পাশ থেকে হামলা চালাতে চেষ্টা করছে। এ ছাড়া আমাদের ভূখন্ডেই মৌলবাদি ব্যক্তিবিশেষ হামলা চালাতে পারে।’
ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ ও মারিয়ানা বে-এর মধ্যে অহরহ ফেরি চলাচল করে। তা ছাড়া বিভিন্ন কারণে সিঙ্গাপুরিয়ানরা বাতামে যাতায়াত করে থাকে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আট হওয়া ছয়জনের নেতাকে চিহ্নিত করা হয়েছে, যার নাম গিগিহ রহমত দেওয়া। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাভা দ্বীপের সলো শহরের একটি কারখানার শ্রমিক রহমত দেওয়া (৩১)। এর আগে ইন্দোনেশিয়ায় কয়েকটি হামলার সঙ্গে সলো শহরের জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, দুর্ধর্ষ জঙ্গিনেতা বাহরুন নাইমের সঙ্গে এই দলটির সরাসরি যোগাযোগ আছে। তিনি সলোতে থাকতেন। তবে এখন তিনি সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করছেন বলে মনে করা হয়। পুলিশের দাবি, গিগিহ রহমত দেওয়া ও তার সহযোগীদের সিঙ্গাপুর ও বাতামে হামলার নির্দেশ দিয়েছেন বাহরুন নাইম-ই।# ভোরের কাগজ

captcha