IQNA

আরবাইনে উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের বরফ কারখানার উৎপাদন বৃদ্ধি

20:30 - August 06, 2025
সংবাদ: 3477833
আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি কারবালায় নির্দেশ দেওয়ার পর, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত বরাথা বরফ কারখানা আরবাইনের যাত্রীদের আরও বেশি সেবা দেওয়ার জন্য তাদের উৎপাদন দ্বিগুণ করেছে।
ইকনার প্রতিবেদন অনুযায়ী, হাসিনীয় পবিত্র স্থাপনা থেকে উদ্ধৃত করে জানা যায়, বরাথা বরফ কারখানার পরিচালক প্রকৌশলী আবদুলহাসান মুহাম্মদ এক সাক্ষাৎকারে জানান: হাসিনীয় পবিত্র স্থাপনার রক্ষণাবেক্ষণ বিভাগের অন্তর্গত বরাথা বরফ কারখানায় দুটি উৎপাদন ইউনিট রয়েছে, যেখানে প্রথম কারখানার ২৪ ঘণ্টায় উৎপাদন ক্ষমতা ৭০ টন এবং দ্বিতীয় কারখানার উৎপাদন ক্ষমতা একই সময়ে ৫০ টন বরফ।
তিনি আরও বলেন: বরফ বিতরণ কার্যক্রম প্রতিদিন তিন দফায় (সকাল, বিকাল ও রাত) সম্পন্ন হয়, যাতে বরফ নিয়মিত ও সমন্বিতভাবে হুসাইনী মকতব, হাসিনীয় পবিত্র স্থাপনার সেবামূলক বিভাগ এবং সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছানো যায়।
তিনি ব্যাখ্যা করেন যে, এই কারখানায় কাজ ২৪ ঘণ্টা অবিরত চলে, যাতে ক্রমবর্ধমান বরফের চাহিদা—বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধির কারণে—মিলিয়ন মিলিয়ন যাত্রীদের জন্য এই জীবনধারী উপকরণ সরবরাহে অতিরিক্ত প্রচেষ্টা চালানো যায়।
প্রকৌশলী আবদুলহাসান মুহাম্মদ জোর দিয়ে বলেন, এই প্রচেষ্টা হাসিনীয় পবিত্র স্থাপনার সেই যত্নশীলতার অংশ যা ইমাম হুসাইন (আ.)-এর যাত্রী ও হুসাইনী মকতবগুলোর সর্বোত্তম সেবা প্রদানের পাশাপাশি আরবাইন অনুষ্ঠানকে সুস্থ ও শান্ত পরিবেশে আয়োজনের জন্য করা হয়, বিশেষত আরবাইনের সফরে যখন সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন যাত্রী পবিত্র কারবালায় উপস্থিত হন।
হাসিনীয় পবিত্র স্থাপনা তাদের মানবসম্পদ, কারিগরি ও লজিস্টিক শক্তিকে কাজে লাগিয়ে এবং মাঠ পর্যায়ে তাদের কর্মীদের নিরলস প্রচেষ্টা বৃদ্ধি করে, প্রতিটি মিলিয়ন-সংখ্যক সফরের সময় যাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার পালন করে যাচ্ছে। এটি একটি সম্পূর্ণ সেবামূলক পরিবেশ তৈরি করার কাঠামোর মধ্যে সম্পন্ন হয়, যাতে ইমাম হুসাইন (আ.) ও তাঁর যাত্রীদের মর্যাদার উপযোগীভাবে হুসাইনী আচার অনুষ্ঠান পালনের জন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত হয়।4298536#
 
captcha