IQNA

ওমানের মুফতির গাজা প্রতিরোধকে আহ্বান: অস্ত্র জমা দেবেন না

19:53 - August 05, 2025
সংবাদ: 3477826
ইকনা- ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ আল-খলীলি ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন— যেন তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র পরিত্যাগ না করে, কারণ তা করলে তারা কোনো উপকার পাবে না।

 

 

ইকনা সূত্রে জানা গেছে, মুফতি আহমদ আল-খলীলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় বলেন:

 

> "যদি ফিলিস্তিনিরা তাদের অস্ত্র মাটিতে রাখে, তাহলে কেউ তাদের উপকারে আসবে না।"

 

 

 

তিনি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান, তারা যেন কুরআনের বিধান মেনে চলে এবং জীবন চলার প্রতিটি পর্যায়ে, সুখ-দুঃখে ধৈর্য ধারণ করে।

 

ইসলামি দেশগুলোর আচরণে বিস্ময়

 

ওমানের মুফতি বিস্ময় প্রকাশ করে বলেন:

 

> “কিছু ইসলামি দেশের পক্ষ থেকে গাজার প্রতিরোধকারীদের অস্ত্র হস্তান্তরের আহ্বান শুনে আমি অবাক হয়েছি, বিশেষ করে তখন যখন শত্রু চারদিক থেকে গাজাবাসীদের ঘিরে রেখেছে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করছে, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে।”

 

 

 

আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান

 

উল্লেখ্য, কয়েকদিন আগে মুফতি আহমদ আল-খলীলি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন—

 

> “গাজার উদ্দেশে প্রেরিত সহায়তা যেন লুটেরা চক্রের কবলে না পড়ে, যারা তা জোরপূর্বক দখল করে উচ্চ মূল্যে

বিক্রি করে।” 4298485#

 

captcha