IQNA

গাজায় আরেক নবজাতকের শাহাদাত / ১৭ হাজার ফিলিস্তিনি শিশু অপুষ্টিতে ভুগছে

10:53 - July 27, 2025
সংবাদ: 3477773
ইকনা- গাজা শহরের আল-মামদানি হাসপাতালে এক চিকিৎসা সূত্র জানিয়েছে, হুদ আরাফাত নামক এক ফিলিস্তিনি নবজাতক মারাত্মক অপুষ্টি ও উপযুক্ত দুধের অভাবে প্রাণ হারিয়েছে।

IQNA সূত্রে এবং আরাবি২১ এর বরাতে জানা গেছে, গাজা উপত্যকার জরুরি চিকিৎসা বিভাগের প্রধান মোহাম্মদ আবু আফেশ জানান, খান ইউনুস শহরের এক ছয় মাস বয়সী কন্যা শিশু তীব্র অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে শাহাদাত বরণ করেছে।
তিনি আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে এবং অঞ্চলটি বর্তমানে দুর্ভিক্ষের পঞ্চম স্তরে পৌঁছেছে।
আবু আফেশ জানান, গত পাঁচ মাসে গাজায় কোনো খাদ্য ও ওষুধ পৌঁছায়নি। মানুষ সম্পূর্ণভাবে খাদ্য, পানীয় জল ও চিকিৎসা সেবার বাইরে অবস্থান করছে।
তার ভাষায়, গাজায় বর্তমানে প্রায় ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং শিশুখাদ্য ও প্রয়োজনীয় পুষ্টিকর উপকরণের অভাবে এই শিশুদের জীবন মারাত্মক হুমকির মুখে।
তিনি সতর্ক করে বলেন, যদি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জরুরি ভিত্তিতে প্রবেশ না করে, তবে মৃত্যুহার বিপজ্জনকভাবে বেড়ে যাবে।
আবু আফেশ বলেন, "গাজার মানুষ যখন এক কেজি আটা পাওয়ার জন্য হাহাকার করছে, তখন দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে প্রচুর খাদ্যদ্রব্য ধ্বংস করছে।"
তিনি আরও জানান, গাজার হাসপাতালগুলোতে আহত বহু রোগী চিকিৎসা ও ওষুধের জন্য কঠিন সংকটে রয়েছেন, কিন্তু অবরোধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে তাদের সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
আবু আফেশ জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে আসার কথা বলা ছয়টি চিকিৎসা-সহায়তা বোঝাই ট্রাক সম্পর্কে তথ্য দিয়ে বলেন, আজকের দিনে এই গাড়িগুলো আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ছোট্ট পদক্ষেপ অন্তত কিছুটা হলেও গাজার মানুষের কষ্ট লাঘব করবে।
এই মর্মান্তিক ঘটনা গাজার উপর আরোপিত অবরোধ ও চলমান যুদ্ধের ফলে উদ্ভূত একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের আরেকটি প্রতীক।
প্রতিদিনই গাজার আরও শিশু অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে শাহাদাত বরণ করছে। 4296345#

captcha