IQNA

ইমাম মুহাম্মাদ তাকী (আ.)এর শাহাদাত বার্ষিকীতে কাযেমাইনে জিয়ারতকারীদের উপচে পড়া ভিড় + ছবি

14:34 - September 02, 2016
সংবাদ: 2601502
আন্তর্জাতিক ডেস্ক: ইমামতিধারার ৯ম ইমাম তথা হযরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর শোকাবহ শাহাদত দিবস ৩০শে জিলকদ। শোকবহ এ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে শোকানুষ্ঠান পালিত হচ্ছে। তারই সাথে সাথে ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের যায়েরগণ আজ (২ সেপ্টেম্বর) কাযেমাইনে তাঁর পবিত্র মাযার যিয়ারত করার জন্য উপস্থিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ৩০শে জিলকদ তথা ২রা সেপ্টেম্বর হল ইমামতিধারার ৯ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর শোকাবহ শাহাদত দিবস। রাসূলের (সা.) পবিত্র আহলে বাইত (আ.) তথা বংশধরের প্রতি ভক্তি পোষণকারীদের জন্য এ দিনটি অত্যন্ত শোকের দিন। শোকবহ এ দিবস উপলক্ষে আহলে বাইত (আ.)এর লক্ষাধিক ভক্তগণ আজ তার পবিত্র ও নুরানি মাযারে উপস্থিত হয়েছেন।
ইমাম মুহাম্মাদ তাকী (আ.)এর পবিত্র মাযারে কয়েক দিন পূর্বে থেকেই জিয়ারতকারীরা প্রবেশ করতে শুরু করেন এবং গতকাল রাতে জিয়ারতকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
জিয়ারতকারীরা তাঁর পবিত্র মাযারে উপস্থিত হয়ে আহলে বাইতের (আ.) ফজিলতে শোকগাথা মর্সিয়া পাঠ করেন এবং আযাদারী করার মাধ্যমে নবীর (সা.) পরিবারের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেন।
অপর দিক থেকে ইমাম মুহাম্মাদ তাকী (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে সকল জিয়ারতকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য চেষ্টা করছে।
এছাড়াও বুধবার (৩১শে আগস্ট) ইমাম মুহাম্মাদ তাকী (আ.)এর পবিত্র মাযারের পরিচালক 'জামাল আব্দুর রাসুল দিবাগ' এবং মাযার কমিটির সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে মাযার প্রাঙ্গণে  কুরআন তিলাওয়াত, মর্সিয়া ও গজল সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
iqna



captcha