IQNA

কুরআন শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোন

17:36 - September 21, 2016
সংবাদ: 2601613
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের 'আক সারা' শহরের আদালাত ও ইব্রাহিম নামের দুই ভাই-বোন দৃঢ় সংকল্প এবং ইচ্ছার কারণে অতি অল্প সময়ের মধ্যে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের 'আক সারা' শহরে দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই-বোন আদালাত ও ইব্রাহিম জীবন যাপন করেন। ইব্রাহিমের বয়স ১১ এবং আদালতের বয়স ১৬।
কুরআন শেখার জন্য জন্মান্ধ এই দুই ভাইবোনের অনেক আগ্রহ রয়েছে। আর এই আগ্রহের করণেই সর্বপ্রথম ব্রেইল বর্ণমালা আরবি বর্ণমালা পড়া শেখেন এবং মাত্র এক মাসের মধ্যে কুরআন পড়া শিখেছেন।
সুন্দর ও শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত এবং কুরআন হেফজের প্রতিও এই দুই ভাই-বোনের আগ্রহ রয়েছে। ইতিমধ্যে তারা সুন্দর ও শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত এবং কুরআন হেফজ করা শুরু করেছেন। তার বিশ্বাসী যে, একদিন তারা দু'জনেই সম্পূর্ণ কুরআন হেফজ করবেন।
কুরআন শিক্ষা অর্জনের ব্যাপারে আদালত বলেন: আমি এবং আমার ভাই ইব্রাহিম নিয়মিতভাবে কুরআনের শিক্ষার ক্লাসে যেতাম। অবশ্য এ জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে সকল বাধা বিপত্তি এড়িয়ে আমরা কুরআন পড়া শিখেছি। উদাহরণ স্বরূপ দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে ক্লাসে এবং বাড়ীতে ফিরতে আমাদের কষ্ট হত এবং অনেক সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যেতাম। এসকল বাধা বিপত্তি এড়িয়ে আমার আমাদের ইচ্ছা প্রতি দৃঢ় সংকল্প ছিলাম।
আদালত আরও বলেন: আমরা প্রথমে মনে করতাম আগামী এক বছরের মধ্যেও আমরা কুরআন পড়া শিখতে পারবো না। তবে মাত্র এক মাসের মধ্যেই আমরা ব্রেইল বর্ণমালার মাধ্যমে কুরআন পড়া শিখেছি। এটা আমাদের জন্য অতি আনন্দদায়ক। তুরস্কে একজন স্বাভাবিক মানুষের জন্যেও এক মাসে কুরআন পড়া অনেক কঠিন।
তিনি বলেন: আমি কখনোই অন্ধত্বকে জীবনের বাধা হিসেবে গণ্য করিনি। মানুষ যদি কোন কিছুর প্রতি বিশ্বাস রাখে, তাহলে অবশ্যই সফল হবে। অনেক সময় ভুল চিন্তা মানুষের অগ্রগতির বাধা হয়ে দাড়ায়। যাদের পরিবারে প্রতিবন্ধী শিশু রয়েছে আমার এই বার্তা তাদের জন্য, কখনোই সমাজ থেকে শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুরে রাখবেন না।
কুরআন পড়া শেখার ব্যাপারে আদালতের ভাই ইব্রাহিম বলেন: কুরআন পড়া শেখা আমাদের জন্য কঠিন হতে পারে; তবে এটি অসম্ভব কিছু নয়। শারীরিক অক্ষমতার অজুহাতে পবিত্র কুরআনের শিক্ষা থেকে দুরে থাকা ঠিক নয়।
iqna


captcha