
ইকনার প্রতিবেদনে, আখবার আল-খালিজ সূত্রে জানানো হয়—হামাস আন্দোলন ইসরাইলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে ইসরাইলি যুদ্ধবন্দিদের বিনিময় প্রক্রিয়া দ্রুত শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে।
একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, ফরাসি সংবাদ সংস্থা (AFP)-কে বলেন:
“হামাস যুদ্ধবিরতি ও ময়দানি পরিস্থিতির ভিত্তিতে বন্দিবিনিময় প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী।”
তিনি আরও বলেন, “যদি দখলদার শাসন সত্যিই সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা রাখে, তবে হামাস প্রস্তুত রয়েছে। এই শাসন যেন ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বাস্তবায়নে বিলম্ব না ঘটায়।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি পক্ষ ও হামাসের মধ্যে প্রথম দফার আলোচনা সোমবার শার্ম আল-শেখে শুরু হচ্ছে, যেখানে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও অংশ নিচ্ছেন।
এই আলোচনার সূচনা হামাসের পক্ষ থেকে ট্রাম্পের যুদ্ধসমাপ্তি পরিকল্পনায় প্রাথমিক সম্মতির পর হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান ও মতপার্থক্যের কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পথ এখনো কঠিন ও জটিল।
অন্য এক হামাস কর্মকর্তা জানান, “আলোচনাগুলো শার্ম আল-শেখেই অনুষ্ঠিত হবে। হামাসের প্রতিনিধিরা গতকাল দোহা থেকে সেখানে পৌঁছেছেন এবং ইসরাইলও সোমবার আলোচনার শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।”
এদিকে আলোচনার সঙ্গে সম্পৃক্ত এক ফিলিস্তিনি সূত্র জানায়, এই বৈঠকগুলোতে মিশর ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বার্তা বিনিময় হবে এবং ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের প্রতিনিধিরা গণমাধ্যম থেকে দূরে, একই ভবনের পৃথক স্থানে অবস্থান করবেন।
উক্ত সূত্রের ভাষ্যমতে, আলোচনার মূল লক্ষ্য হচ্ছে বন্দিবিনিময়ের জন্য ময়দানি পরিস্থিতি তৈরি করা। হামাস স্পষ্টভাবে বলেছে যে, বন্দিবিনিময়ের পূর্বশর্ত হিসেবে ইসরাইলকে অবশ্যই গাজা উপত্যকার সব এলাকায় সামরিক অভিযান, যুদ্ধবিমান ও ড্রোন কার্যক্রম বন্ধ করতে হবে এবং শহরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
হামাসের এই প্রস্তুতির ঘোষণা এমন এক সময়ে এলো, যখন সোমবার থেকেই মিশরে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হচ্ছে।
উল্লেখ্য, এই আলোচনা শুরু হচ্ছে হামাসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধসমাপ্তি প্রস্তাব গ্রহণ ও গাজার বন্দিদের মুক্তির বিষয়ে সম্মতি প্রদানের পর। 4309065#