IQNA

সুইডেনে কোরআন অবমাননাকারী রাজনীতিবিদের শাস্তি বাতিল

0:03 - October 07, 2025
সংবাদ: 3478204
ইকনা- সুইডেনের একটি আপিল আদালত রাসমুস পালুদানের বিরুদ্ধে জেল শাস্তি বাতিল করেছে। তিনি সুইডেন-ড্যানিশ উগ্রপন্থী রাজনীতিবিদ, যিনি কোরআন অবমাননার জন্য পরিচিত।

গত নভেম্বরে মালমো জেলা আদালত তাকে মুসলিম, আরব ও আফ্রিকানদের প্রতি অবমাননাজনিত বক্তব্যের জন্য চার মাসের জেল সাজা দেয়। আদালত বলেছিল, তিনি ২০২২ সালের এপ্রিল ও সেপ্টেম্বর কোরআনের কয়েকটি কপি পুড়িয়ে মুসলিমদের অবমাননা করেছেন।

তবে আপিল আদালত এপ্রিলের ঘটনাকে ধর্মীয় সমালোচনা হিসেবে দেখেছে এবং সেই অভিযোগ খারিজ করেছে। তবে সেপ্টেম্বরের ঘটনায় তিনি জাতিগত বিদ্বেষমূলক বক্তব্যে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত পরে জেল শাস্তি স্থগিত করে জরিমানা এবং শর্তসাপেক্ষ সাজায় পরিবর্তন করেছে।

পালুদান সুইডেনের বিভিন্ন শহরে কোরআন জ্বালানোর সমাবেশের জন্য পরিচিত, যা ২০২২ সালের নির্বাচনের আগে প্রতিবাদ ও দাঙ্গার সৃষ্টি করেছিল। 4309213#

captcha