IQNA

ইরানের প্রেসিডেন্ট:

ইসলামি বিশ্বকে রক্ষ করার জন্য সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে

15:31 - October 08, 2016
সংবাদ: 2601725
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এক বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন: "ইসলামি বিশ্বকে রক্ষ করার জন্য সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে এবং যে সকল ব্যক্তি ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা মুসলমান নয়।"
ইসলামি বিশ্বকে রক্ষ করার জন্য সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে
বার্তা সংস্থা ইকনা: এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে ইরাক ও সিরিয়ায় রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দেয় নি তেহরান।

তিনি বলেন, "যদি ইরান সহায়তা না করত এবং ভূমিকা না রাখত তাহলে আজ আপনারা একটি গোষ্ঠীকে দায়েশ নামে দেখতেন না; আপনাদেরকে দেখতে হতো দায়েশ রাষ্ট্র

প্রেসিডেন্ট রুহানি জানান, চারটি মৌলিক বিষয়ের ওপর ইরানের আঞ্চলিক নীতি প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে- "তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই; শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি ও মানবিক ত্রাণ সহায়তায় কার্যকর অবদান রাখা; কোনো দেশের সীমানা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এবং নির্বাচনী প্রক্রিয়া ও জনগণের শাসনকে গ্রহণ করা।

বুদ্ধিজীবীদের এ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি ইয়েমেন ও সিরিয়ায় যুদ্ধবিরতির কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি এসব দেশের জনগণের কাছে দ্রুত মানবিক ত্রাণ পাঠানো দরকার বলেও উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সীমানা ঠিক থাকতে হবে; অন্যথায় চলমান সমস্যা জটিল হবে এমনকি আঞ্চলিক যুদ্ধও শুরু হতে পারে। শিয়া-সুন্নি সাম্প্রদায়িক দ্বন্দ্ব উসকে দেয়ার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রুহানি।

iqna


captcha