IQNA

বিশ্ব বিখ্যাত ক্বারি 'মুস্তাফা ইসমাইলে'র দুর্লভ ছবি

19:38 - October 10, 2016
সংবাদ: 2601743
আন্তর্জাতিক ডেস্ক: ১৯২৮ সালে তোলা মিশরের প্রসিদ্ধ ক্বারি মুস্তাফা ইসলামইলের যুবককালে ছবি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: 'আকবারুল কুরা' নামে প্রসিদ্ধ মিশরের বিখ্যাত ক্বারি মুস্তাফা ইসলামইলের অনন্য ছবিটি তার যুবক বয়সে (১৯২৮ সালে) তোলা হয়েছে। দুর্লভ এই ছবিটি কিছুদিন পূর্বে এই ক্বারির টেলিগ্রামে প্রকাশ হয়েছে। ছবিটি ইকনার দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হল।

iqna
বিশ্ব বিখ্যাত ক্বারি 'মুস্তাফা ইসমাইলে'র দুর্লভ ছবিবিশ্ব বিখ্যাত ক্বারি 'মুস্তাফা ইসমাইলে'র দুর্লভ ছবি
captcha