বার্তা সংস্থা ইকনা: 'আকবারুল কুরা' নামে প্রসিদ্ধ মিশরের বিখ্যাত ক্বারি মুস্তাফা ইসলামইলের অনন্য ছবিটি তার যুবক বয়সে (১৯২৮ সালে) তোলা হয়েছে। দুর্লভ এই ছবিটি কিছুদিন পূর্বে এই ক্বারির টেলিগ্রামে প্রকাশ হয়েছে। ছবিটি ইকনার দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হল।
iqna