IQNA

মসজিদ থেকে বাহির হবার সময় যে দোয়া পাঠা করা মুস্তাহাব

19:28 - November 18, 2016
সংবাদ: 2601980
আন্তর্জাতিক ডেস্ক: উত্তম হচ্ছে সবার আগে মসজিদে প্রবেশ করা এবং সবার পরে মসজিদ থেকে বের হওয়া।
মসজিদ থেকে বাহির হবার সময় যে দোয়া পাঠা করা মুস্তাহাব


শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্মে মানুষের সব কর্মের সুনিপুণ বিধান জারি করা হয়েছে। যেমনভাবে মসজিদে প্রবেশের কিছু নিয়ম আছে তেমনিভাবে মসজিদ থেকে বের হবারও কিছু বিধান রয়েছে।

এখানে আমরা পাঠকদের জ্ঞাতার্থে মসজিদ থেকে বের হবার কিছু গুরুত্বপূর্ণ বিধান তুলে ধরছি-

১- মসজিদ থেকে বের হবার সময় আবার মসজিদে প্রত্যাবর্তনের মনস্থ করা

রাসূল (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, সাত  শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিবে; তন্মধ্যে একটি শ্রেণী হচ্ছে তারা যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, তারা ততক্ষণ মসজিদ থেকে বের হয় না, যতক্ষণ মসজিদে পুনরায় ফিরে আসার মনস্থ না করে।

২- আযান শোনার পর মসজিদ থেকে বের না হওয়া

৩- মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে বিলম্ব করা

রাসূল (সা.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে সবার আগে মসজিদে প্রবেশ করে ও সবার শেষে মসজিদ থেকে বের হয়।

৪- মসজিদ থেকে বের হবার সময় দরুদ শরীফ পাঠ করা

৫- ইমাম জাফর সাদেক (আ.) বলেছেন যে, মসজিদ থেকে বের হবার সময় যখন মসজিদের দরজায় পৌঁছাবে তখন এ দোয়াটি পাঠ কর-

اللهم دعوتنى‏فاجبت دعوتک و صلیت مکتوبتک و انتشرت فى ارضک کما امرتنى فاسئلک من فضلک العمل‏ بطاعتک و اجتناب سخطک و الکفاف من الرزق برحمتک.
captcha