IQNA

আমেরিকায় ডাবাক শহরে প্রথম মসজিদ উদ্বোধন

20:46 - December 31, 2016
সংবাদ: 2602267
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার 'আইওয়া' রাজ্যের 'ডাবাক' শহরে গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়।

আমেরিকায় ডাবাক শহরে প্রথম মসজিদ উদ্বোধন
বার্তা সংস্থা ইকনা: এশিয়া এবং ইউরোপীয় অভিবাসীদের অর্থায়নে এবং কঠোর পরিশ্রমের পর এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়।
গতকাল জুমার খুতবায় 'বেহেস্ত' সম্পর্কে আলোচনা করা হয়। আরবি ও ইংরেজি ভাষায় এই খুতবা প্রদান করা হয়।
"আইওয়া" রাজ্যের ইসলামী সেন্টারের পরিচালক "রামি আল টিবি" বলেন: ইসলামের দৃষ্টিতে বেহেস্তে প্রবেশের জন্য শুধুমাত্র ঈমান যথেষ্ট নয়; ঈমানের সাথে ন্যায়নিষ্ঠ ও খোদাভীরুতার প্রয়োজন রয়েছে।
মার্কিন নাগরিক 'এরিন উগবারান' বলেন: মুসলমানেরা বিশ্বাস করেন আমেরিকার জনগণ তাদেরকে ভালভাবে চেনে না। আমেরিকার জনগণের উচিত মুসলমানদের ভালভাবে চেনা।
তিনি বলেন: আমেরিকার জনগণ যদি মুসলমানদের ভালোভাবে চেনে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুসলমানদের চেনার মাধ্যমে তাদের পরিবার এবং প্রতিবেশীদের প্রতি সহনশীলতা হবে এবং তখন তারা সঠিক কাজটি করবে।
মসজিদ কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর বসন্তে মসজিদের বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করবে।
iqna


captcha