
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম আলী আসগার আয়াতি বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে «أَقیمُوا الصَّلاةَ» নামাজ কায়েম কর। সুতরাং নামাজকে এমনভাবে আদায় করতে হবে যেন তা প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র পড়লেই চলবেন বরং তা কায়েম করতে হবে।
নামাজের গুরুত্ব সম্পর্কে সূরা হজের ৪১ নং আয়াতে আরও বলা হয়েছে: «الَّذينَ إِن مَكَّنّاهُم فِي الأَرضِ أَقامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكاةَ وَأَمَروا بِالمَعروفِ وَنَهَوا عَنِ المُنكَرِ وَلِلَّهِ عاقِبَةُ الأُمور؛ِ তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভূক্ত।
সুতরাং আল্লাহ ইমাম মাহদীকে পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান করবেন এবং তিনি নামাজ কায়েম করবেন।
পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে: اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কর্ম থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর।
শাবিস্তান