হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাত দিবসের আগমন উপলক্ষে নাজাফে আশরাফে অবস্থিত ইমাম আলী (আ.)-এর রওজা কালো কাপড়ে সজ্জিত করা হয়েছে।
কবরলা নাউ নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাত বার্ষিকী সামনে রেখে ইরাকের নজফে অবস্থিত পবিত্র ইমাম আলী (আ.)-এর রওজা কালো পতাকা ও কাপড়ে আচ্ছাদিত করা হয়েছে। 4300779#