ইকনা- সম্প্রতি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন হাজার ৬০০ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেন্দ্রটির আয়োজনকৃত বিভিন্ন সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ইসলামের মানবিক মূল্যবোধ এবং সহনশীলতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এ সফলতা এসেছে।

সম্প্রতি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন হাজার ৬০০ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেন্দ্রটির আয়োজনকৃত বিভিন্ন সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ইসলামের মানবিক মূল্যবোধ এবং সহনশীলতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এ সফলতা এসেছে।
সেন্টারের পরিচালক জসিম মোহাম্মদ খাজরাজি বলেন, ধর্মের সহনশীলতা ও বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে মানবিক চেতনার সমন্বয় আমাদের কাজের মূল ভিত্তি। ফলে আমরা একটি শক্তিশালী বিশ্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, যা দুবাইকে সাংস্কৃতিক ও ধর্মীয় সংহতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরো বলেন, আমরা ইসলামের উজ্জ্বল ও সঠিক চিত্র তুলে ধরার জন্য সহনশীলতা, বিজ্ঞান এবং আন্ত সাংস্কৃতিক সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছি। চলতি বছরের দ্বিতীয়ার্ধে আমাদের কর্মসূচি আরো বিস্তৃত ও উন্নত করার পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ বিন রশিদ সেন্টারের এই উদ্যোগের মাধ্যমে দুবাই আজ বিশ্বে সহনশীল ধর্মীয় সংহতি ও মানবিক মূল্যবোধের এক উদাহরণ স্থাপন করেছে।
সূত্র : আরটি ডটকম ও আল বয়ান ডটএই