তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন এবং কোরআন অবতীর্ণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইমাম বাকের (আ.) বলেছেন, ইমাম মাহদী (আ.) এশার নামাজের সময় মক্কায় আবির্ভূত হবেন, তার এক হাতে মহানবীর পতাকা, গায়ে তার জামা এবং অন্য হাতে মহানবীর তলোয়ার থাকবে। নামাজের পর তিনি বলবেন: তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, তিনি তোমাদের জন্য হুজ্জাত পরিপূর্ণ করেছেন। তিনি তোমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন এবং কোরআন অবতীর্ণ করেছেন।
আল্লাহ তোমাদেরকে বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আর তার রাসুলের আনুগত্য কর। কুরআন যা যা জীবন্ত করতে বলেছে তা জীবন্ত কর এবং যা ধ্বংস করতে বলেছে তা ধ্বংস কর। হেদায়েত ও তাকওয়ার পথে সহযোগিতা কর, কেননা কিয়ামত ঘনিয়ে এসেছে।
আম তোমাদেরকে আল্লাহ ও রাসুলের পথে দাওয়াত করছি। কোরআনের উপর আমল কর এবং নবীর সুন্নতকে জীবন্ত কর। এরপর তার ৩১৩জন সাথীদের নিয়ে বিপ্লবী মিশন শুরু করবেন (ইবনে হামাদের ফিতান গ্রন্থ, পৃ: ৯৫, এবং সাইয়্যেদ ইবনে তাউসের মালাহেম গ্রন্থ)। সূত্র: