বার্তা সংস্থা ইকনা: 'আল হাশাদ আল শায়বি'র কমান্ডার 'আবু মাহদী আল মুহানদিসী বলেছেন: মসুলের দক্ষিণে অবস্থিত আল হাদার অঞ্চল মুক্ত করার জন্য 'মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)' সৈন্যদল তাদের বিশেষ অপারেশন শুরু করেছে।
'আল হাশাদ আল শায়বি'র সাথে ইরাকি এয়ার ফোর্স এই অপারেশনে অংশগ্রহণ করেছে। ইরাকি এয়ার ফোর্স এই অপারেশনে আকাশ পথে আল হাশাদ আল শায়বিকে সমর্থন করবে বলে জানিয়েছে।
এই অপারেশনের মুল উদ্দেশ্য হচ্ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুসলের দক্ষিণাঞ্চলীয় আল হাদার সহ তার আশেপাশের এলাকা মুক্ত করা।
অপারেশনের শুরুতেই 'মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)' সৈন্যদলেরা আল হাদার এলাকার প্রধান সড়ক নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এরফলে ইরাকী সৈন্যরা অতি সহজেই ঐ অঞ্চলের আশেপাশের গ্রামে প্রবেশ করেছে।
iqna