IQNA

মসজিদ পরিচালনায় যুবকদের সুযোগ দেয়া উচিত

23:49 - May 10, 2017
সংবাদ: 2603062
প্রতিটি সমাজের প্রাণশক্তি হচ্ছে সে সমাজের যুবকরা। যুবকরা সব সময় সাহসী, উদ্যোমী এবং কর্মচঞ্চল। তাই মসজিদের ন্যায় ধর্মীয় প্রতিষ্ঠানে যদি যুবকদের সক্রিয় করা যায়, তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
বার্তা সংস্থা ইকনা: পবিত্র শাবান মাসের ১১ তারিখ হচ্ছে ইমাম হুসাইনের (আ.) সুযোগ্য পুত্র হযরত আলী আকবারের মহিমান্বিত জন্ম দিবস। এ দিনটি ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুব দিবস হিসেবে স্বীকৃত এবং উদযাপিত হয়ে থাকে। তাই এ যুব দিবস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানের ইমাম রেজা (আ.) মসজিদের পেশ ইমাম হযরত আয়াতুল্লাহ সাইয়েদ বাকের মির দামাদের সাথে কথা বলেন শাবিস্তান প্রতিবেদক। এখানে উক্ত কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হল-

যুবকরা স্বভাবগত ভাবেই প্রাণচঞ্চল এবং গতিশীল। তারা সব সময় কর্মচঞ্চল্যতাকে পছন্দ করে। তাই তাদেরকে আমরা ধর্মীয় ক্ষেত্রে উৎসাহিত করে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারি।

তিনি বলেন: দু:খজনক হলেও সত্য আমাদের সমাজে মসজিদ পরিচালনার ক্ষেত্রে যুবকদের কোন অংশিদারিত্ব দেয়া হয় না। এমনটির নি:সন্দেহে আপত্তিকর এবং অনাকাংখিত। এ কারণে আজ আমাদের মসজিদসমূহ যুবক শুণ্য। মসজিদের বিভিন্ন কার্যক্রমে যুবকদের কোন উপস্থিতি পরিলক্ষিত হয় না। কাজেই আমরা যদি যুবকদেরকে মসজিদের প্রতি আকৃষ্ট করে সেখানে তাদেরকে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় করতে পারি, তবে তারা বিপথগামী ও বিচ্যুতির শিকার হবে না।


captcha