IQNA

জনগণ যাকে ভোট দিবে সেই হবে পরবর্তী প্রেসিডেন্ট: সর্বোচ্চ নেতা

23:55 - May 17, 2017
সংবাদ: 2603105
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে বলেছেন যে, ইরান পৃথিবীর অন্যতম গণতন্ত্রি দেশ। এখানে ইসলামি শাসনের পাশাপাশি জনগণের ইচ্ছা ও আকাংখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়; জনগণ যাকে ভোট দিবে সেই হবে পরবর্তী প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ বুধবার ১৭ই মে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির বিভিন্ন স্থরের কয়েক হাজার লোকদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন: ইরান পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও স্বাধীন দেশ। ইরানের প্রতিবেশি দেশগুলো যখন অশান্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত, তখন ইরানের জনগণ শান্তিতে বসবাস করছে। আর ইসলামি শাসন ব্যবস্থার কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন: ইরানের জনগণ ব্যাপক আগ্রহ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করছে; এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সমস্ত প্রশাসনিক, পর্যবেক্ষণকারী ও নিরাপত্তা সংস্থাগুলো ১৯ মে’র নির্বাচন নির্বিঘ্ন করার জন্য কঠোর পরিশ্রম করছে। এ সংস্থাগুলোর প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে তবু তাদেরকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের ভোটের অধিকার রক্ষায় কাজ করতে হবে। কেননা ইসলামি সরকার ব্যবস্থাই ইরানের জনগণকে ভোটের অধিকার দিয়েছে।

iqna

 

সর্বোচ্চ নেতা আরও বলেন, কেউ কেউ নির্বাচনের সময় প্রতারণামূলক ভূমিকা রাখতে পারে। ইরানের জনগণের শত্রু রয়েছে; শত্রুর মোকাবেলায় তারা নির্বাচনী ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে তাদের ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও ভারসাম্যের প্রমাণ রাখবে।

captcha