IQNA

ইমাম মাহদীর বরকতেই আল্লাহ আমাদেরকে জীবিকা দান করেন

21:25 - May 31, 2017
সংবাদ: 2603186
অনেক সময় দেখা যায় সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে কিন্তু একজন মু’মিন মুত্তাকী পরহেজগার ব্যক্তি তখনও নামাজ পড়ছেন। মসজিদের খাদেম এই মহান মু’মিন ব্যক্তির জন্য মসজিদের দরজা খোলা রাখে এবং বাতি নিভায় না।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অনুরূপভাবে কোন দস্তর খানায় যখন কোন মূল্যবান ব্যক্তি বসে থাকেন তখন মেজবান দস্তর খানা গোটায় না।

সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে-

 وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)

আল্লাহ এমন নন যে, তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন।

এ আয়াতে রাসূলের খোদার উপস্থিতিকে আল্লাহর রহমত এবং অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে-রাসূলে খোদার উপস্থিতির কারণেই আল্লাহ মুসলমানদের ওপর অনুগ্রহ করেছেন এবং তাদেরকে শাস্তি দেয়া থেকে বিরত থেকেছেন। যেমনিভাবে, লুত সম্প্রদায়ের ওপর শাস্তি আরোপের আগে মহান আল্লাহ তাঁর নবীকে ওই শহর থেকে চলে যাবার আহ্বান জানিয়েছিলেন। বিভিন্ন হাদিসেও এসেছে, মহান আল্লাহ তার সতকর্মশীল এবং পবিত্র বান্দাদের কারণে বিভিন্ন জনপদকে শাস্তি দেয়া থেকে বিরত থাকেন। অবশ্য রাসূলে খোদার জীবন এবং তাঁর উপস্থিতি নির্দিষ্ট একটা সময় এবং কালের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সর্বকালে এবং সর্বযুগে আল্লাহর শাস্তি এবং অভিশাপ থেকে নিজেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে তওবা বা ক্ষমা প্রার্থনা করা। আর এ আয়াতে এ বিষয়ের উপর যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে।

নবীজির ইন্তেকালের পর হযরত আলী (আ.) বলেছিলেন, আমাদের দু’টি রক্ষাকবচের মধ্যে একটা আমাদের কাছ থেকে চলে গেছে। কাজেই অপর রক্ষা কবচটি অর্থাৎ ক্ষমা প্রার্থনার সুযোগকে কোনোভাবেই হাতছাড়া কর না। এ আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে, আল্লাহর সতকর্মশীল বান্দা এবং অলী-আওলিয়াদের উপস্থিতি আল্লাহর শাস্তি থেকে মানুষকে রেহাই দিতে পারে। কাজেই সমাজে তাদের উপস্থিতিকে আল্লাহর অনুগ্রহ হিসেবে দেখা উচিত এবং তাদেরকে যথাযথ সম্মান করা উচিত। আর আরেকটা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত আর সেটা হচ্ছে তওবা এবং প্রার্থনা কেবল আখেরাতে মুক্তি লাভের মাধ্যম নয়-পার্থিব জীবনেও এর মাধ্যমে নানা রকম বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

মহানবীর আহলে বাইতও ঠিক নবীর মতই তাদের জন্যই আল্লাহ আমাদের উপর আজাব দেন না এবং আমাদের উপর রহমত বর্ষণ করেন। আর এই আহলে বাইতের শেষ প্রদীপ হচ্ছেন আমাদের যুগের ইমাম হযরত মাহদী(আ.)। সূত্র: শাবিস্তান
captcha