IQNA

রোজা পালন শেষে ফিতরা প্রদানের গুরুত্ব

16:07 - June 26, 2017
সংবাদ: 2603335
ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, সদকাতুল ফিতরা রোজাকে পরিপূর্ণ করে; যেমনভাবে রাসূলের (সা.) প্রতি দরুদ শরীফ নামাযকে সম্পূর্ণ করে।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শিয়া ও সুন্নি উভয় মাযহাবের দৃষ্টিতে সদকাতুল ফিতরা প্রদান করা প্রত্যেকের উপর ফরজ। সদকাতুল ফিতরের অনেক গুরুত্ব ও উপকারিতা রয়েছে; এখানে তার কিয়দংশ আমরা তুলে ধরছি-

১- সদকাতুল ফিতরা প্রদান রোজার পরিপূর্ণতা দান করে। এ ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে,

« إن من تمام الصوم إعطاء الزكاة - يعني الفطرة - كما أن الصلاة على النبي صلى الله عليه وآله من تمام الصلاة لأنه من صام ولم يؤد الزكاة فلا صوم له إذا تركها متعمدا، ولا صلاة له إذا ترك الصلاة على النبي صلى الله عليه وآله، إن الله عز وجل قد بدأ بها قبل...

অর্থাৎ- সদকাতুল ফিতরা রোজাকে পরিপূর্ণ করে; যেমনভাবে রাসূলের (সা.) প্রতি দরুদ শরীফ নামাযকে সম্পূর্ণ করে। যে ব্যক্তি প্রতিদিন রোজা পালন করে কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে ফিতরা প্রদান না করে, তাহলে তার রোজা সম্পূর্ণ হবে না। যেমনভাবে যদি কেউ নামায আদায় করে কিন্তু রাসূলের (সা.) প্রতি দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তার নামায পরিপূর্ণ হবে না। (সূত্র: মানলা ইয়াজারহুল ফাকীহ, ২য় খণ্ড, পৃ.১৮৩।

২- ফিতরা প্রদান করলে সে বছরে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়। ইমাম জাফর সাদীক (আ.) বলেন: নিজে এবং পরিবার সকল সদস্যদের পক্ষ থেকে ফিতরা প্রদান কর; এবং তাদের মধ্য থেকে কাউকে ভুলে যেও না। কারণ যদি কারও ফিতরা দিতে বাদ পড়ে যায়, তাহলে আমি তার সে বছরে মৃত্যুর ব্যাপারে শঙ্কিত। (সূত্র: উসুলে কাফী, ৪র্থ খন্ড, পৃ. ১৭৪)
captcha