IQNA

স্রেব্রেনিচা মুসলিম গণহত্যা বার্ষিকীর ভিডিও

22:18 - July 15, 2017
3
সংবাদ: 2603435
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ায় স্রেব্রেনিচা শহরের মুসলিম গণহত্যার ২২তম বার্ষিকী পালিত হয়েছে।
স্রেব্রেনিচা মুসলিম গণহত্যা বার্ষিকীর ভিডিও
বার্তা সংস্থা ইকনা: বসনিয়ার রাজধানী সারাজেভোয় অবস্থিত আইআরআইবি'র শাখা অফিস থেকে স্রেব্রেনিচা শহরের মুসলিম গণহত্যার ২২তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে বসনিয়ার এক শিশু তার কণ্ঠে শোক সঙ্গীত পরিবেশন করেন।
সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বসনিয়ার ৭১ জন শহীদের লাশের সন্ধান পাওয়া গিয়েছে। মুসলিম গণহত্যার ২২তম বার্ষিকীতে এসকল শহীদের লাশ দাফন করা হয়েছে।
বসনিয়ার কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ব্যক্তিত্বমণ্ডলী এবং শহীদদের পরিবারবর্গের উপস্থিতিতে ১১ই জুলাই মুসলিম গণহত্যার ২২তম বার্ষিকী পালিত হয়েছে।
iqna

প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
vybiaxia
0
0
20
xngevxmy
0
0
20
rfekrywk
0
0
20
captcha