বার্তা সংস্থা ইকনা: মিনেসোটায় বসবাসরত অমুসলিমরা ইন্টারনেটে সাহায্যের জন্য ক্যাম্পেইন করেছে। এর মধ্যমে GoFundMe page ওয়েবসাইটে সাড়ে ৬৭ হাজারের অধিক ডলার এবং LaunchGood ওয়েবসাইটে প্রায় ১৬ হাজার ডলার জমা হয়েছে।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদের এই কাজের সঠিক বিচারের আহ্বান জানিয়েছে।
দারুল ফারুক ইসলামিক কেন্দ্রের প্রধান 'মুহাম্মাদ আমরে'র বক্তব্য অনুযায়ী, ৮ম আগস্ট মিনেসোটার অনেক অমুসলিমরা ফুল এবং আর্থিক সহায়তা নিয়ে এই কেন্দ্রে উপস্থিত হয়ে মুসলমানদের সমর্থন করার বিষয়টি ব্যক্ত করেছে।