IQNA

ইমাম আলী (আ.)এর মাযারে এক হাজার খাদেম সেবা প্রদান করছে (ছবি)

18:41 - September 03, 2017
1
সংবাদ: 2603741
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বসরা, সামেররা এবং বাবিল শহরের এক হাজারের অধিক স্বেচ্ছাসেবী কোরবানি ঈদ উপলক্ষে বন্ধের দিনগুলোয় নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে সেবা প্রদান করছে।
ইমাম আলী (আ.)এর মাযারে এক হাজার খাদেম সেবা প্রদান করছে
বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাজারের স্বেচ্ছাসেবী বিভাগের কর্মকর্তা আহমাদ আল যুরকানী বলেন: মাজারের ব্যবস্থাপনা কামিটির নির্দেশে স্বেচ্ছাসেবী বিভাগ ইরাকের বসরা, সামেররা এবং বাবিলের বিভিন্ন সংস্থা থেকে আসা এক হাজারের অধিক স্বেচ্ছাসেবীদের নিরীক্ষণ করছে।
তিনি বলেন: এসকল স্বেচ্ছাসেবী মাযারের শৃঙ্খলা বজায়, যায়েরদের পরিষেবা প্রদান, মাযারের হোটেল এবং স্থায়ী ও ভ্রমমাণ চিকিৎসা সেবা প্রদান করছে।
আসন্ন ঈদে গাদিরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন: এই কেন্দ্রটি ঈদে গাদিরে জিয়ারতকারীদের সেবা প্রদান করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।
iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Md.Zakir Hossain Indian M.sc in Zoology with Dental assistant certificate
0
0
I want to Dental assistant job in Dental care of your IMAM ALI (AS) এর মাযারে আমি কাজ করতে চাই ।আমি এক জন শিয়া মোমিন ।যদি আপনারা একটু ব্যবস্থা করে দেন ।আমার 20বছরের অভিজ্ঞতা আছে ।আমার ফোননম্বর 9143092061.
captcha