IQNA

মিয়ানমারে গণহত্যা বিশ্বাসযোগ্য নয়, নিষেধাজ্ঞা দিবে না যুক্তরাষ্ট্র: হিথার নাউয়ার্ট

14:30 - September 08, 2017
সংবাদ: 2603779
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা গণহত্যাকে কেন্দ্র করে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে অস্বীকার করেছে আমেরিকা।
মিয়ানমারে গণহত্যা বিশ্বাসযোগ্য নয়, নিষেধাজ্ঞা দিবে না যুক্তরাষ্ট্র: হিথার নাউয়ার্ট
বার্তা সংস্থা ইকনা: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট সাংবাদিকদের আরো বলেন, মিয়ানমার নিয়ে আলোচনা চলছে এবং এ সময়ে আগ বাড়িয়ে পদক্ষেপ নিতে চায় না আমেরিকা। তিনি দাবি করেন, মিয়ানমারের রাষ্ট্রীয় সহায়তায় গণহত্যা চালানো হচ্ছে বলে যে সব খবর প্রকাশিত হয়েছে তা বিশ্বাসযোগ্য বলে প্রমাণ পায়নি মার্কিন কর্মকর্তারা।

গত কয়েক মাস ধরে রাখাইন অঞ্চলের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বৌদ্ধজঙ্গিরা। নানা সূত্র থেকে প্রকাশিত খবর থেকে জানা গেছে, মুসলিম অধ্যুষিত গোটা গ্রাম আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। নারী-শিশুসহ ব্যাপক সংখ্যক মুসলমানকে পুড়িয়ে বা পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া, প্রাণভয়ে পালাতে যেয়ে অনেক রোহিঙ্গা মুসলমান মারা গেছেন।

আর এ সত্ত্বেও মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কোনো বিশ্বাসযোগ্য তথ্য পায়নি বলে দাবি করল আমেরিকা। আরটিএনএন
captcha