IQNA

টেক্সাসে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান + ভিডিও

15:59 - September 25, 2017
সংবাদ: 2603917
আন্তর্জাতিক ডেস্ক: মুহাররম মাসের তৃতীয় রাত্রে আমেরিকার টেক্সাসের মসজিদে আহলে বয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।
টেক্সাসে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান + ভিডিওবার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহাররম মাস উপলক্ষে প্রতি বছর টেক্সাস প্রদেশের হিউস্টন শহরের মসজিদে শোক মজলিস অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য উক্ত শোকানুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করা হল।
iqna



captcha