IQNA

জর্জিয়ায় মুসলিমবিরোধী পুলিশ প্রশিক্ষণ কোর্স নিয়ে বির্তক তুঙ্গে

23:47 - March 06, 2018
সংবাদ: 2605200
আন্তর্জাতিক ডেস্ক: ‘আমেরিকায় ইসলাম’ সম্পর্কিত আসন্ন মুসলিম বিরোধী একটি পুলিশ প্রশিক্ষণ কোর্স বাতিলের জন্য আহ্বান জানিয়েছে জর্জিয়ার ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। তারা এটিকে ‘উত্তেজনাপূর্ণ, ঘৃণ্য এবং সম্ভাব্য অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: মুসলিমদের সম্পর্কে আট ঘণ্টার এই কোর্সের আয়োজক ব্যারো কাউন্টির শেরিফের কার্যালয় এবং জর্জিয়ার এসোসিয়েশন অফ চিফস পুলিশ (জিএসিপি) কর্তৃক এটির অনুমোদন দেয়া হয়েছে। কোর্সটি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে।

এসিএলইউ'র মুখপাত্র আনা মারিয়া রোজাতো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই এই আহ্বান জানান।

কিন্তু জিএসিপি-এর নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক রোটোন্ডো বলেছেন, পুলিশ প্রধানদের প্রশিক্ষণের জন্য কোর্সটির অনুমোদন তিনি প্রত্যাহার করেছেন।

কোসর্টির প্রশিক্ষক হচ্ছেন উডস্টকের সাবেক পুলিশ প্রধান ও অবসরপ্রাপ্ত ইউ.এস. আর্মি লেফটেন্যান্ট কর্নেল ডেভিড বোরস। তিনি স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ফৌজদারি বিচার সম্পর্কিত কোর্সের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

রোটোন্ডো জানান, এই কোর্সটি সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া শুনার পরে এক সপ্তাহ আগে তিনি বোরসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

রোটোন্ডো বলেন, ‘আমরা এটিকে আর অনুমোদন করতে যাচ্ছি না এবং আমাদের ওয়েবসাইট থেকে এটি সরিয়ে ফেলার জন্য আমি প্রশিক্ষণ সমন্বয়কারীকে বলেছি।’

তবে ‘জর্জিয়া পীস অফিসার স্ট্যান্ডার্ডস’ এবং ‘ট্রেনিং কাউন্সিলের’ মাধ্যমে ট্রেনিং প্রদানের জন্য বোরসের এখনো অনুমোদন রয়েছে, যা ব্যারো শেরিফের অফিসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার উপস্থাপিত হতে যাচ্ছে।

পিকসন্স কাউন্টি টি পার্টি, ইউনিয়ন কাউন্টির এনাফ টেক্স এবং গ্রেট রিপাবলিকান উইমেন ক্লাব অফ ফেইটে কাউন্টিতেও বোরস অনুরূপ কোর্স উপস্থাপনা করেছেন।

আসন্ন প্রশিক্ষণ বাতিল করার জন্য ব্যারো কাউন্টি শেরিফ জিউস স্মিথের প্রতি এসিএলইউ আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ‘একটি ধর্মের সমস্ত মানুষকে ব্র্যান্ডিং করা কেবল অ-আমেরিকান নয়, বরং এটি আপনার অফিসের আইন প্রয়োগকারী কর্মকাণ্ডের একটি অসাংবিধানিক এবং উদ্দেশ্যমূলক বিদ্বেষ।’

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের জর্জিয়া অধ্যায়ের নির্বাহী পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল কোর্সটিকে বিরক্তিকর বলে মন্তব্য করেন। আরটিএনএন

 

captcha