IQNA

পবিত্র রমজান মাসে প্রবেশের আদব

23:40 - May 14, 2018
1
সংবাদ: 2605753
মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকট তার আন্তরিক আগ্রহ প্রকাশ না করবে ততক্ষণ সে রমজানের হকিকত উপলব্ধি করতে পারবে না। কোন কিছুর অভ্যন্তরে পৌছাতে গেলে অবশ্যই তার আদব ও মারেফাত হাসিল করতে হবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ওলি আউলিয়াগণ রমজান মাসে প্রবেশে কিছু আদব বর্ণনা করেছেন, কেননা প্রতিটি স্থানে প্রবেশ করার জন্য বিশেষ কিছু আদব রয়েছে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে,«وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا؛ তোমরা যদি ঘরে প্রবেশ করতে চাও তাহলে তার দরজা দিয়ে প্রবেশ কর। সুতরাং কোথাও প্রবেশ করতে গেলে বিশেষ নিয়ম মেনেই সেখানে প্রবেশ করতে হবে। যেখান সেখান দিয়ে নয়।

রমজান হচ্ছে আল্লাহর মেহমানির মাস এই মাসে প্রবেশ করতে হলে অবশ্যই আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন: «دُعيتُم فيه اِلي ضيافه الله» তোমরা এই মাসে দাওয়াত প্রাপ্ত। এখন এই মেহমানিতে অংশগ্রহণ করতে গেলে বিশেষ নিয়ম অনুযায়ী প্রবেশ করতে হবে।

সুতরাং রমজান মাসের বরকত থেকে উপকৃত হতে হলে অবশ্যই আমাদের শরীর ও আত্মাকে প্রস্তুত রাখতে হবে। কেননা রুহ যদি এই মাসকে হজম করার ক্ষমতা না রাখে তাহলে তাতে প্রবেশ করে কোন লাভবান হতে পারবে না। সুতরাং এতটাই আত্ম পরিশুদ্ধি থাকতে হবে যাতে আমরা তা থেকে উপকৃত হতে পারি।

মহান আল্লাহ আমল কম হলেও তা গ্রহণ করেন এবং তার জন্য পুরস্কার দেন। কিন্তু মানুষকে নেয়ামত বেশী দিলে তারা তার শুকুর আদায় করে না।

সুতরাং এই মাসে প্রবেশ করার আদব হচ্ছে সকল গোনাহ থেকে তওবা করে পাক পবিত্র হয়ে আহলে বাইতের মহব্বত নিয়ে প্রবেশ করা। কেননা আহলে বাইতের মহব্বত আমাদেরকে এই মাসের বরকতকে উপলব্ধি করার তৌফিক দান করে।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
tkgailpf
0
0
20
captcha