বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে মুসলিম পরিবারদের নিয়ন্ত্রণের জন্য সরকারী প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে।
চীনা সরকারের নতুন এই আইনের ফলে মুসলিম পরিবারবর্গ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সরকারী প্রতিনিধিদের রাখতে বাধ্য হচ্ছে।
এছাড়াও জিনজিয়াং প্রদেশের মসজিদসমূহে প্রতিদিন চীনের পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। যাতেকরে মুসলমানেরা সেদেশের সরকারের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করে। মসজিদের খাদেমকে অবশ্যই "চীনের সংবিধান" এবং "কমিউনিজমের মূল মান" অধ্যয়ন করতে হবে।
উল্লেখ্য, চীনের জিনজিয়াং শহর সেদেশর পশ্চিমে অবস্থিত এবং মুসলিম প্রধান প্রদেশ হিসেবে প্রসিদ্ধ।
iqna