IQNA

ইসলামী কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে;

চীনে মুসলমানদের বাড়িতে সরকারী প্রতিনিধিদের জোরপূর্বক উপস্থিত

5:09 - June 03, 2018
সংবাদ: 2605907
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সরকার ইসলামী কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে সেদেশের মুসলমানদের বাড়িতে সরকারের প্রতিনিধিদের রাখার জন্য মুসলমানদের বাধ্য করছে।


বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে মুসলিম পরিবারদের নিয়ন্ত্রণের জন্য সরকারী প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে।
চীনা সরকারের নতুন এই আইনের ফলে মুসলিম পরিবারবর্গ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সরকারী প্রতিনিধিদের রাখতে বাধ্য হচ্ছে।
এছাড়াও জিনজিয়াং প্রদেশের মসজিদসমূহে প্রতিদিন চীনের পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। যাতেকরে মুসলমানেরা সেদেশের সরকারের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করে। মসজিদের খাদেমকে অবশ্যই "চীনের সংবিধান" এবং "কমিউনিজমের মূল মান" অধ্যয়ন করতে হবে।
উল্লেখ্য, চীনের জিনজিয়াং শহর সেদেশর পশ্চিমে অবস্থিত এবং মুসলিম প্রধান প্রদেশ হিসেবে প্রসিদ্ধ।
iqna

 

captcha