IQNA

23:58 - September 29, 2018
সংবাদ: 2606848
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, ইমাম মাহদীর রাষ্ট্রে চিকিৎসা ব্যবস্থা অত্যাধুনিক এবং অতি উন্নত হবে।

ইমাম মাহদীর(আ.) রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর রাষ্ট্রে মানুষের সকল সমস্যার সমাধান হবে এবং মানুষের শারীরিক, আত্মিক এবং পার্থিব সকল রোগের নিরাময় হবে। আর মৃতরাও জীবন্ত হবে।

ইমাম মাহদী(আ.) তার পতাকা উড়াবেন এবং তার মোজেযা দেখানো শুরু করবেন। আর অনেক কিছুকে উদ্ভাবন করবেন। তিনি হযরত ঈসার মত কুষ্ঠ রোগীদের শাফা দিবেন এবং মৃতদেরকে জীবন্ত ও জীবন্তদেরকে মৃত করতে পারবেন।

ইমাম মাহদীর ( আ) হুকুমতে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিকাশ ঘটবে এবং তাত্ত্বিক জ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এটা স্পষ্ট যে, মানুষের জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং হাদীসে বর্ণিত হয়েছে যে, ঐ সময়ের প্রযুক্তির সাথে বর্তমান প্রযুক্তির বিশাল ব্যবধান থাকবে।

ইমাম মাহদীর রাষ্ট্রে প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের শিক্ষা প্রবেশ করবে যেভাবে প্রতিটি বাড়িতে শীত ও গরম প্রবেশ করে। কেননা শীত ও গরমকে ঠেকানো যায় না। ঠিক তেমনিভাবে ইমাম মাহদীর সময়ে সকলেই ইসলামী জ্ঞানের অধিকারী হবে।

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: