IQNA

23:06 - May 30, 2019
সংবাদ: 2608639
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রেগো দুতার্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (৫ম জুন) সরকারী ছুটি ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের প্রেসিডেন্ট কার্যালয়ের নির্বাহী সচিব সালভাদর মাদালিয়া গতকাল সেদেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে এই সরকারী ছুটির ঘোষণা দিয়েছেন।

ফিলিপাইনের জাতীয় মুসলিম কমিশনের পরামর্শে সেদেশর প্রেসিডেন্ট প্রশাসন এই বছরের ঈদুল ফিতর ও ঈদুল আযহার জন্য সরকারী ঘোষণা নির্ধারণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, ফিলিপাইনে ঈদুল আযহা ১১ই আগস্ট পালিত হবে।

ইসলামকে ফিলিপাইনের প্রাচীনতম একেশ্বরবাদী ধর্ম বলে মনে করা হয় এবং ১৩ খ্রিষ্টাব্দে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে দেশটিতে ইসলাম ধর্মের সূচনা হয়।

ফিলিপাইনের প্রায় ১ কোটি ১০ লাখ মুসলিম নাগরিক রয়েছে বলে ধারণা করা হয়। দেশটির ১২ শতাংশ জনগণ মুসলমান। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: