IQNA

23:26 - June 03, 2019
সংবাদ: 2608663
আন্তর্জাতিক ডেস্ক: আজ হতে তিন বছর আগে ২০১৬ সালের এই দিনে (৩ জুন) ইন্তেকাল করেছিলেন সাবেক হ্যাভিওয়েট বক্সিং বিশ্ব-চ্যাম্পিয়ন মুহাম্মাদ আলী।

বার্তা সংস্থা ইকনা: মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪। আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন এই মুষ্টিযোদ্ধা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন।

তিনিই একমাত্র মুষ্টিযোদ্ধা যিনি হ্যাভিওয়েট বক্সিংয়ে তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন যথাক্রমে ১৯৬৪, ১৯৭৪ ও ১৯৭৮ সনে।

ভিয়েতনামের ওপর মার্কিন সরকারের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিলেন বলে আলীর বিশ্ব-চ্যাম্পিয়ন শিরোপা অন্যায়ভাবে বাতিল করেছিল মার্কিন সরকার। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, ভিয়েতনামীরা আমার বিরুদ্ধে অথবা মার্কিন জনগণের বিরুদ্ধে কিছুই করেনি এবং ইসলাম অন্যায় যুদ্ধ ও রক্তপাতে অংশ নিতে মুসলমানদের নিষেধ করে। ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার করায় বিশ্বব্যাপী আলীর জনপ্রিয়তা বেড়ে যায়। বিংশ ও  এমনকি একবিংশ শতকেও সম্ভবত আলীই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। পার্সটুডে

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: