বার্তা সংস্থা আনাতোলি’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কর্মকর্তা ইয়াং লি জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক ৪১তম সভায় বলেছেন, মিয়নামারের বেসামরিক লোকদের সাহায্যে ব্যর্থ হয়েছে জাতিসংঘ।
তিনি মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর মধ্যকার সংঘর্ষের ফলে বেসামরিক জনগণ ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার কথা উল্লেখ করে, উভয় পক্ষকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়েছেন।
ইয়াং লি আরও বলেন, উভয়ই পক্ষের অনেক আচরণই আন্তর্জাতিক আইন বিরোধী এবং সেগুলো যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলে গন্য।
তিনি আরও বলেন: মিয়ানমারে মুসলমানরা হুমকির সম্মুখীন এবং উগ্রগোষ্ঠীগুলোর পক্ষ থেকে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত।
ইয়াং লি এ সময় মিয়ানমারের মানবাধিকারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদাতলতে উত্থাপন এবং এ ঘটনায় দোষীদেরকে শাস্তি প্রদানের জন্য স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শিকার হয়ে ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জাতিসংঘের পরিদর্শকদের প্রতিবেদনের ভিত্তিতে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে অসহায় মুসলমানদেরকে তাদের ভিটে-মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করে মিয়নামার সরকার। প্রজন্ম হত্যার নিমিত্তে তারা এমন বর্বর পদক্ষেপ বেছে নিয়েছে।#3824349