IQNA

সংসদ নির্বাচনের নিবন্ধনের প্রতি ইঙ্গিত করে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা;

যদি দায়িত্ব পালনে অক্ষম থাকেন তাহলে দায়িত্ব গ্রহণ করবেন না

21:04 - December 02, 2019
সংবাদ: 2609752
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি বিপ্লবের মহামান্য নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী গতকাল ধর্মতত্ত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে আসন্ন সংসদ নির্বাচনে কিছু লোকের অননুমোদিত নিবন্ধনের ব্যাপারে সমালোচনা করে বলেন: “প্রতিটি দায়িত্ব, প্রতিটি পদ এবং প্রতিটি ক্ষমতাই কোন না কোন দায়িত্বের সাথে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এটা দেখার বিষয় যে, আপনি যে কাজের দায়িত্ব গ্রহণ করবেন সেটা করতে পারবেন, নাকি পারবেন না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়”।

আয়াতুল্লাহুল উজমা খামেনেয়ী’র সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামি বিপ্লবের মহামান্য নেতা গতকাল সকালে ফিকাহ শাস্ত্রের আলোকে ধর্মতত্ত্বের উচ্চতর ক্লাসে হযরত আবুজারের (রহ.) সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অমিয় বানী বর্ণনা করে আসন্ন সংসদ নির্বাচনে কিছু লোকের অননুমোদিত নিবন্ধনের ব্যাপারে সমালোচনা করে বলেন: “প্রতিটি দায়িত্ব, প্রতিটি পদ এবং প্রতিটি ক্ষমতাই কোন না কোন দায়িত্বের সাথে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এটা দেখার বিষয় যে, আপনি যে কাজের দায়িত্ব গ্রহণ করবেন সেটা করতে পারবেন, নাকি পারবেন না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়”।

এ ব্যাপারে সর্বোচ্চ নেতার বানী নীচে তুলে ধলা হল:

بسم الله الرّحمن الرّحیم

الحمدلله ربّ العالمین و الصّلاة و السّلام علی سیّدنا محمّد و آله الطّاهرین و لعنة الله علی اعدائهم اجمعین.

عَن اَبی ذَرٍّ (سَلامُ اللّهِ عَلَیهِ) اَنَّ النَّبیَّ (صَلَّی اللّهُ عَلَیهِ وَ آلِهِ) قالَ یا اَبا ذَرٍّ اِنّی اُحِبُّ لَکَ ما اُحِبُّ لِنَفسی اِنّی اَراکَ ضَعیفاً فَلا تُؤَمَّرَنَّ عَلیٰ اِثنَینِ وَ لا تَوَلَّیَنَّ مالَ یَتیم. (1)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যেদেনা মুহাম্মাদিও ওয়া আলেহিত তাহেরিনা ওয়া লায়ানাতুল্লাহি আলা আদায়িহুম আজমাইন।

قالَ یا اَبا ذَرٍّ اِنّی اُحِبُّ لَکَ ما اُحِبُّ لِنَفسی

হযরত মুহাম্মাদ (সা.)এর এই সুপারিশটি স্বয়ং হযরত আবুজার বর্ণনা করেছেন; এটি আমাদের জন্যেও একটি শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি তোমার জন্য সেটাই পছন্দ করবো, যা আমার জন্য পছন্দ করবো”। এর অর্থ হচ্ছে: আমি যা তোমাকে বলবো, তা ভালোবেসে হৃদয়ের গহীন থেকে বলবো। কারণ মানুষ স্বয়ং নিজেকে অনেক পছন্দ ও ভালোবাসে। এখানে রাসূলুল্লাহ (সা.) আবুজারকে যা বলতে চাচ্ছেন, সেটা কি?

اِنّی اَراکَ ضَعیفا

“পরিচালক হিসেবে আমি তোমাকে দুর্বল দেখি”। তুমি অনেক ভালো ও উত্তম মানুষ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো, সত্যবাদী, আকাশ তোমার থেকে অধিক সত্যবাদীর উপর তার ছায় ফেলেনি এবং পৃথিবী তোমার থেকে অধিক সত্যবাদীকে বহন করেনি। এগুলি সব তার নিজ স্থানে সংরক্ষিত; তবে তুমি একজন দুর্বল মানুষ।

فَلا تُؤَمَّرَنَّ عَلیٰ اِثنَین

“তুমি যেহেতু দুর্বল, সেজন্য তুমি দুই জন ব্যক্তির উপর নেতৃত্ব করো না”। এখানে স্পষ্ট যে নবী করিম (সা.) যে দুর্বলতার কথা বলেছেন, তা হলো পরিচালনার দুর্বলতা; অর্থাৎ তুমি এমন এক মানুষ যে কিনা কয়েক জন মানুষকে পরিচালনা করতে সক্ষম নও। যদি দুই বা ততোধিক ব্যক্তি উপর নেতৃত্ব প্রদান করো, তাহলে কাজগুলো সংগঠিত করতে পারবে না (তাদের সমস্যা সমাধান করতে পারবে না)। এটি আমাদের জন্যেও অতি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আমরা –আমাদের মধ্যে সকলে না, কেউ কেউ- যদি কোন আসন, জায়গা বা কোন পদ যদি খালি হয় অথবা খালি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তৎক্ষণাৎ সেখানে যাওয়ার জন্য সন্ধান করি! অথচ প্রথমে দেখা উচিত যে, ঐ কাজ করতে সক্ষম, নাকি সক্ষম না। বলা হয়েছে, এখন সংসদ নির্বাচনে নাম নিবন্ধনের কাজ চলছে। সকলে কোন কিছু বিবেচনা না করেই নিজেদের নাম নিবন্ধন করছে! তোমরা যে দায়িত্বের জন্য নাম নিবন্ধন করতে, সেই দায়িত্ব কি পালন করতে পারবে, নাকি পারবে না। প্রতিটি দায়িত্ব, প্রতিটি পদ এবং প্রতিটি ক্ষমতাই কোন না কোন দায়িত্বের সাথে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এটা দেখার বিষয় যে, তোমরা যে কাজের দায়িত্ব গ্রহণ করবেন সেটা করতে পারবে, নাকি পারবে না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

وَ لا تَوَلَّیَنَّ مالَ یَتیم

“কোন এতিমের সম্পত্তির দায়ভার তুমি গ্রহণ করো না”। এই কথার অর্থ এটা নয় যে, হয়ত এতিমের সম্পদ চুরি করার সম্ভাবনা রয়েছে। আবুজারের স্থান অনেক উঁচুতে। তার স্থান ইসমাত অর্থাৎ নিষ্পাপত্ব কাছাকাছি। সুতরাং তার ব্যাপারে এই সম্ভাবনা মোটেও চিন্তনীয় নয়। হযরত মুহাম্মাদ (সা.) জনাব আবুজারকে এতিমদের সম্পদ এজন্য গ্রহণ না করতে বলেছেন যে, তিনি (আবুজার) এতিমদের অধিকার ফিরিয়ে দিতে পারবেন না; কারণ, অন্যরা এসে সাহায্যের জন্য আকুতি মিনতি করবে এবং সেহেতু আবুজার দুর্বল ব্যক্তি সেজন্য সেই সম্পদ তিনি তাদেরকে দিয়ে দেবেন। এক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কৌশল ব্যবহার করতে পারবেন না। এগুলোই হচ্ছে ইসলামী ব্যবস্থা এবং ইসলামী মূল্যবোধ ব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, যেসকল দায়িত্বের জন্য আমরা অগ্রসর হবো সেটা কি আমরা গ্রহণ করবো? নাকি করবো না? করতে পারবো? নাকি পারবো না? এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

  • ১- আবুজার হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি তোমার জন্য সেটাই পছন্দ করবো, যা আমার জন্য পছন্দ করবো। আমি তোমার মাঝে দুর্বলতা দেখছি। তুমি কখনোই দুই জন ব্যক্তির উপর নেতৃত্ব করো না এবং কখনোই কোন এতিমের সম্পত্তির দায়ভার গ্রহণ করো না”। -আমালী, শেইখ তুসি, ১৩তম মজলিশ, পৃ: ৩৮৪  

iqna

 

captcha