IQNA

অবশেষে আমেরিকা ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর

22:40 - February 29, 2020
সংবাদ: 2610325
তেহরান (ইকনা)- আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে দেশটির তালেবান গোষ্ঠীর সঙ্গে আমেরিকার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র উপস্থিতিতে আজ কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়।

ওয়াশিংটন থেকে দোহায় নেমে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করে পম্পেও। কাবুলে মার্কিন দূতাবাস এক টুইটার বার্তায় বলেছে, আফগানিস্তানের জন্য স্মরণীয় একটি দিন শনিবার। অন্যদিকে, আমেরিকার ইতিহাসের এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “চুক্তি সইয়ের কয়েক ঘণ্টা আগে জাতির কল্যাণের জন্য আফগানিস্তানে যেকোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে সব যোদ্ধাকে নির্দেশ দেয়া হয়েছে। আমরা আশা করছি, শান্তি চুক্তি এবং সমঝোতার সময় আমেরিকা তাদের অঙ্গীকারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।”

জবিউল্লাহ মুজাহিদ বলেন, “তালেবান অধ্যুষিত এলাকার আকাশে বিদেশি যুদ্ধবিমান এখনো ধারাবাহিকভাবে উড়ছে; এটা অত্যন্ত বিরক্তিকর এবং উসকানিমূলক। কিন্তু যোদ্ধারা আমাদের নির্দেশের প্রতি অটল রয়েছে।”

চুক্তি স্বাক্ষরের আগে আমেরিকা ও তালেবানের একটি যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তালিবান চুক্তির শর্তাদি মেনে চললে মার্কিন ও ন্যাটো সমস্ত সেনাদের আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অনুযায়ী, তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে "বিশ্বাস তৈরি করতে" কয়েক হাজার বন্দিকে বিনিময় করা হবে।iqna

captcha