আজ বুধবার ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনা ভাইরাসে আক্রা'ন্ত রোগী শনা'ক্তকরণে কাজে আসবে। ইরানের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের বিশেষ'জ্ঞরা এটি তৈরি করেছেন এবং খুব শি'গগিরই তা বাজারে আসবে। এরই মধ্যে ইরানের কয়েকটি বিমানবন্দরে এসব থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ব্যাপক সংখ্যায় তৈরির পর সেগুলো ইরানের অন্যান্য জনসমাগম স্থলেও স্থাপন করা হবে। ইরানের প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক শিল্প বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম জানিয়েছেন, 'ইরানের তৈরি নতুন এই থার্মাল স্ক্যানার ক্যামেরা দূর থেকে একই সঙ্গে কয়েক জন ব্যক্তির দেহের তাপমাত্রা পরিমাপ করতে পারে এবং আধা সে'ন্ট্রিগ্রে'ডের চেয়ে কম তাপও এতে ধ'রা পড়বে।'
করোনা সনা'ক্তে বিশ্বের বিভিন্ন দেশে থার্মাল স্ক্যা'নার ব্যবহার করা হচ্ছে। এসব থা'র্মাল স্ক্যা'নারের ক্যামে'রার সামনে দিয়ে হেঁটে গেলেই জ্ব'র আছে কিনা তা সহজেই শনা'ক্ত করা যায়। তবে এসব স্ক্যা'নার তৈরির প্রযুক্তি এতদিন মূলত আমেরিকা, জাপান ও চীনসহ গুটি কয়েক দেশের নিয়ন্ত্রণে ছিল। এবার ইরানও তা তৈরিতে স'ক্ষ'ম হলো। এর আগে ইরান করোনা শনা'ক্তকরণের টেস্ট কিট তৈরি করতে স'ক্ষ'ম হয়েছে।
ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রা'ন্ত আরও ৬৩ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রা'ণঘা'তী এই ভাই'রাসে মৃ'ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৪ জনে। আ'ক্রা'ন্তের সংখ্যা প্রায় ৯ হাজার। উৎ'পত্তিস্থ'ল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর বিশ্বে ইরানেই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসটিতে সং'ক্র'মিত হয়ে মা'রা গেল।
সূত্র: mtnews24