IQNA

সৌদি আরবে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অপসারণ সত্ত্বেও ওমরাহ স্থগিত

18:27 - June 21, 2020
সংবাদ: 2610997
তেহরান (ইকনা): সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দেশের সব জায়গায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, তবে আপাতত ওমরাহ হজ বন্ধ থাকবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: করোনার প্রকোপের প্রেক্ষাপটে সংঘটিত ওমরাহ হজের ওপর আরোপিত স্থগিতাদেশ অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখার পরে পর্যায়ক্রমে এবং অস্থায়ীভাবে ওমরাহ হজ পালনের নির্দেশ দেওয়া যেতে পারে।

এই মন্ত্রণালয় সেদেশের সকল অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি প্রদান করে ঘোষণা করেছে: করোনাভাইরাসের কারণে সকাল ৬টা থেকে ট্রাফিক সম্পর্কিত যে নিষেধাজ্ঞা ছিল রোববার থেকে তা তুলে নেওয়া হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান স্থগিতকরণের পাশাপাশি দেশটির স্থল ও সমুদ্রসীমা অতিক্রম ও প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

গতকাল প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়েছে: সামাজিক দূরত্ব এবং মুখোশ ব্যবহারের সাপেক্ষে রোববার থেকে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হবে।  iqna

 

captcha